Sep 28, 2015

Some Bengali Grammar multiple choice questions and answers for all competitive exams



                                            ***BENGALI GRAMMAR***


প্রশ্নঃ বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয় ?
ক. ১৭৩৪ সালে খ. ১৭৪২ সালে গ. ১৭৪৩ সালে ঘ. ১৭৫০ সালে 
উত্তরঃ গ 
প্রশ্নঃ নিচের কোনগুলো ওলন্দাজ শব্দ ? 
ক. আনারস, আলপিন খ. গীর্জা, পাদ্রী গ. রুইতন, হরতন ঘ. স্কুল, কলেজ
উত্তরঃ গ 
প্রশ্নঃ চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে কেন্দ্র করে ? 
ক. মৈথিলী খ. উড়িষ্যা গ. ঢাকা ঘ. কোলকাতা
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ নীচের কোনটি চলিত ভাষার রীতির উদাহরণ ? 
ক. প্রভাত হইয়াছে, সূর্য উঠিয়াছে খ. গতকাল খেলা দেখিয়াছিলাম গ. সুজন তাহাকে দেখেছে ঘ. আমি তাকে দেখে খুশি হয়েছি 
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ লাঠি' ও 'চাউল' শব্দ দুটি _ 
ক. বিদেশ শব্দ খ. দেশী শব্দ গ. তৎসম শব্দ ঘ. তদ্ভব শব্দ 
উত্তরঃ খ 
প্রশ্নঃ কোনটি সঠিক ? 
ক. পৃথিবীর বিভিন্ন জাতির পৃথক পৃথক ভাষা রয়েছে খ. পৃথিবীর বিভিন্ন জাতির একই ভাষা রয়েছে গ. পৃথিবীর বিভিন্ন লোকের ভাষা ও তাদের সংস্কৃতি এক ঘ. পৃথিবীর বিভিন্ন জাতির ভাষা এক এবং সংস্কৃতি ও এক
উত্তরঃ ক 
প্রশ্নঃ ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি ? 
ক. রোম খ. গ্রিস গ. ভারত ঘ. বাংলাদেশ
উত্তরঃ খ 
প্রশ্নঃ 'প্রাকৃত' এর অর্থ কি ? 
ক. মূল খ. স্বাভাবিক গ. পুরাতন ঘ. নতুন
উত্তরঃ খ 
প্রশ্নঃ বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী ? 
ক. চলিত রীতি খ. সাধু রীতি গ. কথ্য রীতি ঘ. লেখ্য রীতি 
উত্তরঃ খ 
প্রশ্নঃ "গিন্নী' কোন শ্রেণীর শব্দ ? 
ক. খাঁটি বাংলা খ. দেশী গ. বিদেশী ঘ. অর্ধতৎসম 
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা ভাষায় প্রধানত বিদেশী শব্দের ভাবনুবাদমূলক প্রতিশব্দকে কি বলে ? 
ক. তৎসম শব্দ খ. তদ্ভব শব্দ গ. মিশ্র শব্দ ঘ. পারিভাষিক শব্দ 
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ 'অনুকার' কোন শ্রেণীর শব্দ ? 
ক. দেশী খ. বিদেশী গ. তৎসম ঘ. তদ্ভব উত্তরঃ ক 
প্রশ্নঃ কোনটি সঠিক ? 
ক. ভাষা ব্যাকরণ অনুসরণ করে খ. ব্যাকরণ ভাষা অনুসরণ করে গ. ভাষা ও ব্যাকরণ উভয়ই পরস্পরকে অনুসরণ করে ঘ. ভাষা ও ব্যাকরণ পৃথক ও স্বতন্ত্র - কাজেই কোনটিই কোনটিকে অনুসরণ করে না 
উত্তরঃ খ 
প্রশ্নঃ 'হরতাল' শব্দ কোন ভাষা থেকে এসেছে ? 
ক. পাঞ্জাবি খ. জাপানি গ. চীনা ঘ. গুজরাটি 
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ 'De Lingua Latina' গ্রন্থের রচয়িতা - 
ক. থ্রাকস খ. প্লেটো গ. ভাররো ঘ. প্রিস্কিয়ান 
উত্তরঃ গ 
প্রশ্নঃ তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী হয় ?
ক. চলিত ভাষারীতিতে খ. আঞ্চলিক ভাষারীতিতে গ. সাধু ভাষারীতিতে ঘ. মিশ্র ভাষারীতিতে
উত্তরঃ গ 
প্রশ্নঃ বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে ?
ক. উইলিয়াম কেরি খ. এডওয়ার্ড ডিমোক গ. শ্যামাচরণ গঙ্গোপাধ্যায় ঘ. প্রমথ চৌধুরী 
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ কোনটি ফারসি শব্দ ? 
ক. আকাশ খ. কুপন গ. মহকুমা ঘ. দোকান 
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ গ্রিক ভাষায় 'Grammar' শব্দটির অর্থ - 
ক. নিয়মশাস্ত্র খ. ব্যাকরণ শাস্ত্র গ. শব্দশাস্ত্র ঘ. ধ্বনিবিন্যাস শাস্ত্র 
উত্তরঃ গ 
প্রশ্নঃ কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম ? 
ক. বঙ্গকামরূপী খ. সংস্কৃতি গ. হিন্দি ঘ. উড়িয়া 
উত্তরঃ ক
প্রশ্নঃ তৎসম শব্দ কোনটি ? 
ক. কুলা খ. ধর্ম গ. কান ঘ. চন্দ 
উত্তরঃ খ 
প্রশ্নঃ সাধু রীতির শব্দ কোনটি ? 
ক. গ্রহ খ. গিণ্ণী গ. কলেজ ঘ. কেতাব উত্তরঃ ক 
প্রশ্নঃ প্রিস্কিয়ানের ব্যাকরণের নাম - 
ক. De Lingua Latina খ. Dialogue গ. Poetics ঘ. Institutiones Grammaticae 
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ 'Dialogue' গ্রন্থটি লিখেছেন - ক. থ্রাকস খ. ভাররো গ. প্লেটো ঘ. এরিস্টটল
উত্তরঃ গ 
প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যাকরণ শব্দটি এসেছে - 
ক. গ্রিক ভাষা থেকে খ. সংস্কৃত ভাষা থেকে গ. ভারতীয় ভাষা থেকে ঘ. প্রাকৃত ভাষা থেকে 
উত্তরঃ খ 
প্রশ্নঃ বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয় ? 
ক. ১৭৩৪ সালে খ. ১৭৪২ সালে গ. ১৭৪৩ সালে ঘ. ১৭৫০ সালে
উত্তরঃ গ 
প্রশ্নঃ লেখ্য ভাষার দুটি রূপের নাম কি ? 
ক. সাধু ও চলিত খ. সাধু ও আঞ্চলিক গ. লেখ্য ও আঞ্চলিক ঘ. আঞ্চলিক ও সর্বজনীন 
উত্তরঃ ক 
প্রশ্নঃ পৃথিবীতে কত লোক বাংলা ভাষায় কথা বলে ? 
ক. ২৫ কোটি খ. ৩০ কোটি গ. ৩৫ কোটি ঘ. ৪০ কোটি উত্তরঃ ক 
প্রশ্নঃ নিচের কোনটি হিন্দি ভাষার শব্দ ? 
ক. চানাচুর খ. আলপিন গ. গুদাম ঘ. আলমারি
উত্তরঃ ক 
প্রশ্নঃ 'পেট' (উদর) দেশী শব্দ হিসেবে পরিচিত হলেও এর মূলে রয়েছে কোন ভাষা ? 
ক. কোল ভাষা খ. মুন্ডারী ভাষা গ. তামিল ভাষা ঘ. গুজরাটি ভাষা
উত্তরঃ গ
প্রশ্নঃ পতঞ্জলি ছিলেন একজন --- ব্যাকরণবিদ ? 
ক. সংস্কৃত খ. বাংলা গ. গ্রিস ঘ. লাতিন 
উত্তরঃ ক 
প্রশ্নঃ 'দুনিয়া' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
ক. ফারসি খ. ফরাসি গ. আরবি ঘ. গুজরাটি 
উত্তরঃ গ 
প্রশ্নঃ 'বাবা' এবং 'দারোগা' শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে কোন ভাষা থেকে ? 
ক. ইংরেজি খ. তুর্কি গ. ওলন্দাজ ঘ. ফরাসি উত্তরঃ খ 
প্রশ্নঃ বিদেশী শব্দ কোনটি ? ক. হাত খ. হায়াত গ. ডাগর ঘ. নাগর উত্তরঃ খ 
প্রশ্নঃ 'ছেরাদ্দ' ও 'গিন্নী' কোন শব্দের উদাহারণ ?
ক. তদ্ভব শব্দের খ. অর্ধতৎসম শব্দের গ. তৎসম শব্দের ঘ. বিদেশী শব্দের 
উত্তরঃ খ 
প্রশ্নঃ 'বিস্কুট' কোন ভাষার শব্দ ? 
ক. ফরাসি খ. ইংরেজি গ. পর্তুগীজ ঘ. চীনা 
উত্তরঃ ক 
প্রশ্নঃ চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয় ? 
ক. সমকাল খ. দিগদর্শন গ. সন্দেশ ঘ. সবুজপত্র 
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ নিচের কোনটি দেশীয় শব্দ ? 
ক. কুড়ি খ. কলম গ. কৃপণ ঘ. কপি উত্তরঃ ক 
প্রশ্নঃ 'কলম' কোন ভাষার শব্দ ? 
ক. আরবি খ. ফারসি গ. ওলন্দাজ ঘ. চীনা
উত্তরঃ ক 
প্রশ্নঃ ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে ? 
ক. মনোএল-দ্য-আসসুম্পসাঁও খ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড গ. জন বিমস ঘ. উইলিয়াম কেরি 
উত্তরঃ খ
প্রশ্নঃ সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি পরিলক্ষিত হয় ?
ক. বিশেষণ ও ক্রিয়া খ. বিশেষ্য ও বিশেষণ গ. বিশেষ্য ও সর্বনাম ঘ. ক্রিয়া ও সর্বনাম
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ ব্যাকরণ শব্দটির সঠিক অর্থ হচ্ছে - 
ক. বিশেষভাবে বিশ্লেষণযোগ্য খ. বিশেষভাবে গ্রহণযোগ্য গ. বিশেষভাবে বিশ্লেষণ ঘ. বিশেষভাবে পঠনযোগ্য
উত্তরঃ গ 
প্রশ্নঃ ইংরেজি Grammar শব্দটি এসেছে কোন ভাষা থেকে ? 
ক. ইংরেজি খ. সংস্কৃত গ. গ্রিক ঘ. লাতিন
উত্তরঃ গ 
প্রশ্নঃ 'চন্দ্র' ও 'সূর্য' কোন শব্দের উদাহারণ ? 
ক. অর্ধতৎসম শব্দ খ. তৎসম শব্দ গ. তদ্ভব শব্দ ঘ. বিদেশী শব্দ
উত্তরঃ খ 
প্রশ্নঃ অনার্যদ্র
ক. অর্ধতৎসম শব্দ খ. তৎসম শব্দ গ. তদ্ভব শব্দ ঘ. দেশী শব্দ উত্তরঃ ঘ 
প্রশ্নঃ 'চাকর' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? 
ক. আরবি খ. জাপানি গ. তুর্কি ঘ. ফারসি
উত্তরঃ গ 
প্রশ্নঃ পৃথিবীর অধিকাংশ ভাষায় সাধারণত কয়টি রূপ পরিলক্ষিত হয় ? ক. তিনটি খ. একটি গ. দুটি ঘ. চারটি উত্তরঃ গ 
প্রশ্নঃ কোনটি সঠিক ?
ক. ভাষা গতিশীল নয় খ. ভাষা স্থির নয় গ. ভাষা গতিশীল ও স্থির ঘ. ভাষা গতিশীল ও স্থিতিশীল কোনটিই নয় উত্তরঃ খ 
প্রশ্নঃ নিচের কোন শব্দটি দেশী শব্দ নয় ? 
ক. টং খ. চাটাই গ. অংশ ঘ. ঢেঁঁকি উত্তরঃ গ 
প্রশ্নঃ বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে ?
ক. মান্দারিন খ. ফ্রেঞ্চ গ. ইংরেজি ঘ. হিন্দি
উত্তরঃ ক
প্রশ্নঃ ভারতবর্ষের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ - ক. শহীদুল্লাহ খ. পাণিনি গ. সুনীতিকুমার ঘ. যাস্ক 
উত্তরঃ খ 
প্রশ্নঃ নিচের কোনটি চীনা শব্দ ? 
ক. পাউডার, ফুটবল খ. আনারস, আলপিন গ. চা, চিনি ঘ. লাইব্রেরী, স্কুল
উত্তরঃ গ 
প্রশ্নঃ মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি ? 
ক. চিত্র খ. লেখা গ. ভাষা ঘ. ইঙ্গিত
উত্তরঃ গ 
প্রশ্নঃ 'হস্ত','প্রস্তর', ও 'সন্ধ্যা শব্দ তিনটি বাংলা ভাষা গ্রহণ করেছে - 
ক. পর্তুগীজ ভাষা থেকে খ. দেশী ভাষা থেকে গ. সংস্কৃত ভাষা থেকে ঘ. ইংরেজি ভাষা থেকে
উত্তরঃ গ 
প্রশ্নঃ 'কাষ্ঠ' এর প্রাকৃত রূপ কোনটি ? ক. কষ্ঠো খ. কাঠ গ. কট্ ঠ ঘ. কাঠ্ থ উত্তরঃ গ 
প্রশ্নঃ কোনটি তৎসম শব্দ ? 
ক. ফুল খ. ডিম গ. হাত ঘ. ছেরাদ্দ 
উত্তরঃ ক 
প্রশ্নঃ বাংলাভাষার শব্দসম্ভারকে উৎসগতভাবে কয় ভাগে ভাগ করা হয়েছে ? 
ক. ৬ ভাগে খ. ৫ ভাগে গ. ৪ ভাগে ঘ. ৩ ভাগে 
উত্তরঃ খ 
প্রশ্নঃ 'নামাজ', 'রোজা' কোন ভাষার শব্দ ? 
ক. আরবি খ. ফারসি গ. ওলন্দাজ ঘ. গুজরাটি 
উত্তরঃ খ 
প্রশ্নঃ কি কারণে বাংলা ভাষায় এক প্রকার নতুন ধরনের মিশ্র শব্দের ব্যবহার দেখা যায় ? 
ক. প্রায় সমার্থক দুটো শব্দের মিলনে খ. প্রায় সমার্থক দুটো পদের মিলনে গ. প্রায় সমার্থক দুটো ধ্বনির মিলনে ঘ. প্রায় সমার্থক দুটো বর্ণের মিলনে
উত্তরঃ ক 
প্রশ্নঃ বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন ? 
ক. মধ্যযুগ খ. প্রাচীন যুগ গ. আধুনিক যুগ ঘ. অন্ধকার যুগ 
উত্তরঃ গ

No comments:

Post a Comment