Sep 18, 2015

কয়েকটি স্থানের প্রচলিত উপনাম

★★কয়েকটি স্থানের প্রচলিত উপনাম★★
1) সূর্যোদয়ের দেশ - জাপান ।
2) নিষিদ্ধ শহর - লাসা ।
3) সোনালী আঁশের দেশ - বাংলাদেশ ।
4) কফি বন্দর - রিও ডি জেনারিও {ব্রাজিল} ।
5) ভারতের রোম - দিল্লি ।
6) ভারতের মশলার বাগান - কেরালা ।
7) নীল পর্বত - নীলগিরি পাহাড়, ভারত ।
8) মেঘের আবাস - মেঘালয়, ভারত ।
9) মন্দিরের শহর - বেনারস, ভারত ।
10) স্বর্ণমন্দির শহর - অমৃতসর, ভারত ।
11) প্রাসাদ নগরী - কলকাতা, ভারত ।
14) ইউরোপের ককপিট - বেলজিয়াম ।
15) নীরব শহর - রোম ।
16) অশ্রুদ্বার - বাব এল মন্ডপ, জেরুজালেম ।
17) ভারতের উদ্যান শহর - ব্যাঙ্গালোর ।
18) ভারতের প্রবেশদ্বার - মুম্বাই ।
19) নীলনদের উপহার - মিশর ।
20) চীনের দুঃখ - হোয়াং হো ।
21) পবিত্র ভূমি - প্যালেস্তাইন ।
22) আগুনের দ্বীপ - আইসল্যান্ড ।
23) সোনার মাছির ভূমি - অস্ট্রেলিয়া ।
24) ক্যাঙারুর দেশ - অস্ট্রেলিয়া ।
25) লিলি ফুলের দেশ - কানাডা ।
26) ম্যাপেল পাতার দেশ - কানাডা ।
27) সকালবেলার শান্তি - কোরিয়া ।
28) নিশীথ সূর্যের দেশ - নরওয়ে ।
29) পঞ্চনদের দেশ - পাঞ্জাব, ভারত ।
30) মুক্তার দ্বীপ - বাহারিণ ।
31) সোনার শহর - জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা ।
32) মসজিদের শহর - ঢাকা, বাংলাদেশ ।
33) শ্বেত হস্তির দেশ - থাইল্যান্ড ।
34) বজ্রপাতের দেশ - ভুটান ।
35) ইউরোপের ক্রীড়াভূমি - সুইজারল্যান্ড ।
36) ইউরোপের রুগ্ন মানুষ - তুরস্ক ।
37) পৃথিবীর ছাদ - পামীর, মধ্য এশিয়া ।
38) পৃথিবীর রুটির ঝুড়ি - উত্তর আমেরিকার প্রেরী ।
39) বাংলার দুঃখ - দামোদর, পশ্চিমবঙ্গ ।
40) বাংলার অক্সফোর্ড - নবদ্বীপ, পশ্চিমবঙ্গ ।

No comments:

Post a Comment