বাংলা প্রশ্ন ঊত্তর।
১) বাংলা নাটকের যথার্থ সূত্রপাত করেন কে ?
মধুসূদন দত্ত (১৮২৪ - ১৮৭৩)
২) মধুসূদনের নাটকগুলি শ্রেণী অনুসারে উল্লেখ কর।
(ক) পৌরাণিক নাটক - শর্মিষ্ঠা (১৮৫৯), পদ্মাবতী (১৮৬০), মায়াকানন (১৮৭৪)
(খ) ঐতিহাসিক নাটক - কৃষ্ণ কুমারী (১৮৬১)
(গ) প্রহসন - একেই কি বলে সভ্যতা? (১৮৬০), বুড়ো শালিখের ঘাড়ে রোঁ (১৮৬০)
৩) মধুসূদনের লেখা প্রথম নাটকের নাম কি ?
শর্মিষ্ঠা(১৮৫৯)
৪) শর্মিষ্ঠা নাটকে কয়টি অঙ্ক আছে ?
শর্মিষ্ঠা (১৮৫৯) নাটকে ৫টি অঙ্ক ও ১৩টি গর্ভাঙ্ক আছে।
৫) এই নাটকের চরিত্র গুলি কি কি ?
শর্মিষ্ঠা, যযাতি, দেবযানী, শুক্রাচার্য, বকাসুর।
৬) পদ্মাবতী নাটকে নাট্যকার কোথা থেকে তার উপাদান নিয়েছেন ?
গ্রীক পুরাণের অ্যাপেল অব ডিস্কারড থেকে।
৭) এই নাটকের চরিত্র গুলি কি কি ?
ইন্দ্রনীল, নারদ, পদ্মাবতী, শচী দেবী, রতি দেবী।
৮) মায়াকানন নাটকটি কখন প্রকাশিত হয় ?
১৮৭৪ খ্রিস্টাব্দে কবির মৃত্যুর পর। ৯) বাংলা নাট্যসাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি হিসেবে মধুসূদনের কোন নাটকটির নাম বলা যায় ?
কৃষ্ণকুমারী (১৮৬১)।
১০) কৃষ্ণকুমারী নাটক রচনায় অন্য কোন গ্রন্থের প্রভাব পড়েছে ?
টডের Annals and Antiquities of Rajasthan গ্রন্থের।
১১) কৃষ্ণকুমারী নাটকের চরিত্রগুলি কি কি ?
ভীম সিংহ, জগত সিংহ, কৃষ্ণকুমারী, অহল্যা দেবী
১২) কৃষ্ণকুমারী নাটকটি প্রথম কবে ও কোথায় অভিনীত হয় ?
৮ই ফেব্রুয়ারী ১৮৬৭ শোভাবাজার নাট্যশালায় কৃষ্ণকুমারী নাটকটি প্রথম অভিনীত হয়।
১৩) মধুসূদনের অসমাপ্ত নাটক কি কি ?
সুভদ্রা ও রিজিয়া
১৪) মধুসূদনের প্রহসনের বিষয়বস্তু কি ?
পাশ্চাত্য সভ্যতা, ইয়ং বেঙ্গল ও সমকালীন নাগরিক জীবনের প্রতি ব্যঙ্গ তার প্রহসনের মূল বিষয়।
১৫) একেই কি বলে সভ্যতা?র চরিত্র গুলি কি কি ?
নববাবু, কালী বাবু, হরকামিনী, নিত্যকালী, কমলা, পয়োধরী
১৬) বুড়ো শালিখের ঘাড়ে রোঁ প্রহসনের চরিত্র কি কি ?
ভক্তপ্রসাদ, গদাধর, পুঁটি, ফতেমা
১৭) দীনবন্ধু মিত্রের (১৮৩০ - ১৮৭৩) নাটকগুলি কি কি ?
নীল দর্পণ (১৮৬০), নবীন তপস্বিনী (১৮৬৩), সধবার একাদশী (১৮৬৬), বিয়ে পাগলা বুড়ো (১৮৬৬), লীলাবতী (১৮৬৭), জামাই বারিক (১৮৭২), কমলে কামিনী (১৮৭৩)।
১৮) নীল দর্পণ নাটকটি প্রথম কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?
নীল দর্পণ নাটকটি ১৮৬০ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়।
১৯) এই নাটকটির অভিনয়ে কার ভূমিকা ছিল মুখ্য ?
বিখ্যাত অভিনেতা অর্ধেন্দু সেখর মুস্তাফীর। তিনি এই নাটকে উড সাহেব, গোলোক বসু, সাবিত্রী ও এক জমিদারের ভূমিকায় অভিনয় করেছিলেন।
২০) নীল দর্পণের চরিত্র গুলি কি কি ?
গোলোক বসু, নবীন মাধব, সাধু চরণ, সাবিত্রী, ক্ষেত্রমণি, আদূরী, সইরিন্দ্রী
২১) দীনবন্ধু তার কোন নাটকটি বঙ্কিমচন্দ্র কে উৎসর্গ করেছেন ?
নবীন তপস্বিনী (১৮৬৩) নাটকটি।
২২) এই নাটকের চরিত্রগুলি কি কি ?
জলধর, জগদম্বা, মালতী, মল্লিকা।
২৩) বিয়ে পাগলা বুড়ো' নাটকটি কখন প্রকাশিত হয় ? নাটকটিতে অঙ্কসঙ্খ্যা কয়টি ?
বিয়ে পাগলা বুড়ো' নাটকটি ১৮৬৬ প্রকাশিত হয় ? নাটকটিতে অঙ্কসঙ্খ্যা ২টি।
২৪) বিয়ে পাগলা বুড়ো'র চরিত্রগুলি কি কি ? এটি কোন ধরণের নাটক ?
রাজীবলোচন, রাসমণি, গৌরমণি। নাটকটি স্যাটায়ারিক কমেডি।
২৫) নিমচান্দ চরিত্রটি কোন নাটকের ? এই নাটকের প্রকাশকাল কত ?
নিমচান্দ চরিত্রটি সধবার একাদশী নাটকের। নাটকটির প্রকাশকাল ১৮৬৬ খ্রি।
২৬) দীনবন্ধুর লেখা শেষ নাটক কোনটি ? নাটকটি কাকে উৎসর্গ করা হয়েছে ?
দীনবন্ধুর লেখা শেষ নাটক 'কমলে কামিনী' । নাটকটি যতীন্দ্রমোহন ঠাকুর বাহাদুরকে উৎসর্গ করা হয়েছে।
২৭) দীনবন্ধুর লেখা নীলদর্পন এর ইংরাজী অনুবাদ এর নাম কি?
THE INDIGO PLANTING MIRROR.
২৮) মধুসূদন এর ছদ্মনাম কি?
তিমোথি পেন পোয়েম।
No comments:
Post a Comment