Sep 27, 2015

Important Short Notes about Geography in Bengali

● কোন নদীর বদ্বীপের আকৃতি পাখির
পায়ের মতো ?
মিসিসিপি নদীর ।
● কোন নদীর বদ্বীপের আকৃতি
করাতের
দাঁতের মতো ?
স্পেনের এব্রো নদীর ।
● কোন নদীর বদ্বীপের আকৃতি খাড়ির
মতো ?
রাইন নদীর ।
● কোন নদীর বদ্বীপের আকৃতি হাত
পাখার মতো ?
নীল নদের ।
● কোন নদীর বদ্বীপের আকৃতি বাংলার
মাত্রাহীন ‘ব’ এর মতো ?
গঙ্গা নদীর ।
● কোন নদীর বদ্বীপ পৃথিবীর বৃহত্তম
বদ্বীপ ?
গঙ্গা নদীর । (৭৭০০০ বর্গ কিমি.)
হিমবাহের কাজ Glacial action
● পৃথিবীতে হিমবাহের কাজ কোথায়
বেশী প্রাধান্য পেয়েছে ?
উচ্চ পার্বত্য অঞ্চলে ও মেরু প্রদেশে

● বায়ু কিকি প্রক্রিয়ায় ক্ষয় কাজ
করে ?
অবঘর্ষ Abresion
উৎপাটন Plucking
● বায়ু কিকি প্রক্রিয়ায় বহন কাজ
করে ?
ভাসমান Suspension
লম্ফদান Saltation
গড়ান Creep
● হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত প্রধান
ভূমিরূপ গুলি কি কি ?
এরিটি
সার্ক বা করি
পিরামিডচূড়া
ক্রেভাসেস
‘U’ আকৃতির উপত্যকা
রসেমোতানে
কুঁজ
হিমসিড়ি
ফিয়র্ড ও ফিয়ার্ড
● হিমবাহের সঞ্চয়ের ফলে গঠিত
প্রধান
ভূমিরূপ গুলি কি কি ?
গ্রাবরেখা বা মোরেণ
ড্রামলিন
ক্রাগ ও টেল
আগামুক বা ইরাটিক
কেম
এস্কার
কেটল ও নব
বহিঃবিধৌত সমভূমি
● ভারতের বিভিন্ন হিমবাহ ?
হিমবাহ দৈর্ঘ্য অবস্থান
সিয়াচেন ৭৬ কিমি নুব্রা উপত্যকা
বালটোরা ৬০কিমি ব্রাধো উপত্যকা
বিয়াফো ৬০ কিমি ব্রাধো উপত্যকা
হিসপার ৬২ কিমি হুঞ্জা উপত্যকা
গঙ্গোত্রী ৩৯ কিমি কুমায়ুন
উপত্যকা
মিলাম ২০ কিমি কুমায়ুন উপত্যকা
জেমু ২৬ কিমি জেমু উপত্যকা
বায়ুর কাজ Aeoline action
● পৃথিবীতে বায়ুর কাজ কোথায়
বেশী প্রাধান্য পেয়েছে ?
মরু ও উপমরু অঞ্চলে । (বার্ষিক
বৃষ্টিপাত ৫০ সেমির কম)
● বায়ুর প্রধান কাজ গুলি কিকি ?
ক্ষয়, বহন ও সঞ্চয় ।
● বায়ু কিকি প্রক্রিয়ায় ক্ষয় কাজ
করে ?
অবঘর্ষ Abresion
অপসারণ Deffletion
ঘর্ষণ Attrition
● বায়ু কিকি প্রক্রিয়ায় বহন কাজ
করে ?
ভাসমান Suspension
লম্ফদান Saltation
গড়ান Creep
● বায়ু কিকি প্রক্রিয়ায় সঞ্চয় কাজ
করে ?
আসঞ্জন
অনুলেপন
● বায়ুর ক্ষয়ের ফলে গঠিত প্রধান
ভূমিরূপ
গুলি কি কি ?
গৌর
ইনসেলবার্জ
জুইগেন
ইয়ারদাং
মেসা ও বিউট
ভেন্টিফ্যাক্ট ও ড্রাইকান্টার
অপসারণ ভূমি
● বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত প্রধান
ভূমিরূপ গুলি কি কি ?
বালুকা লহড়ী
অনুদৈর্ঘ্য বালিয়াড়ী
বার্খান
লোয়েস
পেডিমেন্ট
বাজাদা
প্লায়া ।

No comments:

Post a Comment