Inventors & Proponents Child Psychology
১.শিশু কেন্দ্রিক শিক্ষার জনক- রুশো
২. সমস্যা সমাধান পদ্ধতি - জন
ডিউই।
৩.বুদ্ধির দলগত উপাদান তত্ব- থার্স্টোন
ডাইক।
৪. বুদ্ধির একক উপাদান তত্ব- স্টার্ন।
৫.বুদ্ধির বহু উপাদান তত্ব-থর্ণ ডাইক।
৬. বুদ্ধির বাছাই তত্ব- থমসন।
৭.বুদ্ধির দ্বি- উপাদান তত্ব-
স্পিয়ারম্যান।
৮.সামাজিক চুক্তি নীতির প্রবক্তা-
হেগেল।
৯.কাসা দাই বাম বিনি প্রতিস্টা
করেন- মাদাম মন্তেসরি।
১০.শিক্ষক কে বাগানের মালির সংগে
তুলনা করেন- ফ্রয়বেল।
১১.শিখনের সক্রিয়া অনুবর্তন তত্ব-
স্কিনার।
১২.শিখনের প্রাচীন অনুবর্তন তত্ব-
প্যাভলভ।
১৩.শিখনের সমগ্রতা বাদী তত্ব-
কোহলার; কফকা; ওয়ার্দিমার।
১৪.শিশু নিকেতন স্থাপন- মন্তেসরি।
১৫.শিশুর নৈতিক বিকাশ তত্ব-
কোহলবার্গ।
১৬.শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ব-
পিয়াঁজে।
১৭.প্রকল্প পদ্বতি- কিল প্যাট্রিক।
১৮.কিন্ডার গার্ডেন পদ্ধতি-
ফ্রয়বেল।
১৯.বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা
তত্ব- থার্স্টোন।
২০.বুদ্ধির 3Dতত্ব-জে.পি.গিলফোর্ড।
২১.মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন
করেন- বিঁনে- সাইমন।
২২.আচরণ বাদের প্রতিষ্ঠাতা-
ওয়াটসন।
২৩.শিখনের চিহ্নিতকরণ তত্ব-
টলম্যান।
২৪.প্রাকপ্রাথমিক শিক্ষার কথা প্রথম
বলেন- প্লেটো।
২৫.শিখনের প্রচেষ্টা অ ভুল তত্ব-
থর্নডাইক।
২৬.প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি
করেছিলেন- আলফ্রেড বিঁনে সাইমন।
২৭.শিখনের সামাজিক নির্মিতিবাদ -
ভাইগটস্কি।
২৮.বুদ্ধির সংগঠন সংক্রন্ত তত্ব- গিল
ফোর্ড।
২৯.মন: সামাজিক বিকাশ তত্ব:
এরিকসন।
৩০.সমস্যা সমাধান মুলক গবেষনা -
থর্ন ডাইক।
No comments:
Post a Comment