## জানা অজানা কিছু তথ্য:
● ভূমিরূপ কাকে বলে ?
ভূমির আকৃতি, গঠন, উচ্চতা, ঢাল ও
বন্ধুরতা অনুসারে
ভূপৃষ্ঠের যে চেহারা তাকে ভূমিরূপ
বলে।
● ভূমিরূপ কি কি ভাগে বিভক্ত ?
তিনটি ভাগে। পাহাড় পর্বত ,
মালভূমি, সমভূমি।
● ‘পর্বতের ক্ষুদ্র প্রতিরূপ’ কাকে
বলে ?
পাহাড়কে।
● পর্বতের উচ্চতা কত ?
সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০০ মি. উচু।
● একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ
দাও ?
হিমালয়।
● চলমান মহাদেশ তত্ত্বের জনক কে ?
আলফ্রেড ওয়েগনার ।
● পাত সংস্থান তত্ত্বের জনক কে ?
পিঁচো ।
● মহীখাত তত্ত্বের জনক কে ?
কোবার।
● চ্যুতির ফলে কোন পর্বতের সৃষ্টি
হয় ?
স্তূপ পর্বতের।
● ভারতের একটি স্তূপ পর্বতের
উদাহরণ
দাও ?
বিন্ধ্য ও সাতপুরা পর্বত।
● জার্মানির ব্ল্যাক ফরেস্ট কিসের
উদাহরণ ?
স্তূপ পর্বতের।
● গ্রস্ত উপত্যকা বা গ্রাবেন
কাকে বলে ?
দুটি স্তূপ পর্বতের মাঝের নিচু
অংশকে গ্রস্ত উপত্যকা বলে।
● র্যাম্প উপত্যকা কাকে বলে ?
দুটি স্তূপ পর্বতের মাঝের নিচু অংশ
যদি বিপরীত চ্যুতির ফলে
সৃষ্টি হয় তাকে র্যাম্প উপত্যকা বলে।
● ভারতের একটি গ্রস্ত উপত্যকার
উদাহরণ দাও ?
নর্মদা নদীর উপত্যকা।
● রাইন নদীর উপত্যকা কিসের
উদাহরণ ?
গ্রস্ত উপত্যকার।
● জাপানের একটি আগ্নেয় পর্বতের
উদাহরণ দাও ?
ফুজিয়ামা।
● হাওয়াই দ্বীপপুঞ্জের একটি আগ্নেয়
পর্বতের উদাহরণ দাও ?
মউনালোয়া।
● ইটালীর একটি আগ্নেয় পর্বতের
উদাহরণ দাও ?
ভিসুভিয়াস।
● ভারতের একটি আগ্নেয় পর্বতের
উদাহরণ দাও ?
ব্যারেন ও নাড়কোন্ডাম।
● একটি সুপ্ত আগ্নেয় পর্বতের
উদাহরণ
দাও ?
জাপানের ফুজিয়ামা।
● একটি মৃত আগ্নেয় পর্বতের
উদাহরণ
দাও ?
মায়ানমারের পোপো।
● একটি জীবন্ত আগ্নেয় পর্বতের
উদাহরণ
দাও ?
ইটালির ভিসুভিয়াস।
● ভূমিরূপ কাকে বলে ?
ভূমির আকৃতি, গঠন, উচ্চতা, ঢাল ও
বন্ধুরতা অনুসারে
ভূপৃষ্ঠের যে চেহারা তাকে ভূমিরূপ
বলে।
● ভূমিরূপ কি কি ভাগে বিভক্ত ?
তিনটি ভাগে। পাহাড় পর্বত ,
মালভূমি, সমভূমি।
● ‘পর্বতের ক্ষুদ্র প্রতিরূপ’ কাকে
বলে ?
পাহাড়কে।
● পর্বতের উচ্চতা কত ?
সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০০ মি. উচু।
● একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ
দাও ?
হিমালয়।
● চলমান মহাদেশ তত্ত্বের জনক কে ?
আলফ্রেড ওয়েগনার ।
● পাত সংস্থান তত্ত্বের জনক কে ?
পিঁচো ।
● মহীখাত তত্ত্বের জনক কে ?
কোবার।
● চ্যুতির ফলে কোন পর্বতের সৃষ্টি
হয় ?
স্তূপ পর্বতের।
● ভারতের একটি স্তূপ পর্বতের
উদাহরণ
দাও ?
বিন্ধ্য ও সাতপুরা পর্বত।
● জার্মানির ব্ল্যাক ফরেস্ট কিসের
উদাহরণ ?
স্তূপ পর্বতের।
● গ্রস্ত উপত্যকা বা গ্রাবেন
কাকে বলে ?
দুটি স্তূপ পর্বতের মাঝের নিচু
অংশকে গ্রস্ত উপত্যকা বলে।
● র্যাম্প উপত্যকা কাকে বলে ?
দুটি স্তূপ পর্বতের মাঝের নিচু অংশ
যদি বিপরীত চ্যুতির ফলে
সৃষ্টি হয় তাকে র্যাম্প উপত্যকা বলে।
● ভারতের একটি গ্রস্ত উপত্যকার
উদাহরণ দাও ?
নর্মদা নদীর উপত্যকা।
● রাইন নদীর উপত্যকা কিসের
উদাহরণ ?
গ্রস্ত উপত্যকার।
● জাপানের একটি আগ্নেয় পর্বতের
উদাহরণ দাও ?
ফুজিয়ামা।
● হাওয়াই দ্বীপপুঞ্জের একটি আগ্নেয়
পর্বতের উদাহরণ দাও ?
মউনালোয়া।
● ইটালীর একটি আগ্নেয় পর্বতের
উদাহরণ দাও ?
ভিসুভিয়াস।
● ভারতের একটি আগ্নেয় পর্বতের
উদাহরণ দাও ?
ব্যারেন ও নাড়কোন্ডাম।
● একটি সুপ্ত আগ্নেয় পর্বতের
উদাহরণ
দাও ?
জাপানের ফুজিয়ামা।
● একটি মৃত আগ্নেয় পর্বতের
উদাহরণ
দাও ?
মায়ানমারের পোপো।
● একটি জীবন্ত আগ্নেয় পর্বতের
উদাহরণ
দাও ?
ইটালির ভিসুভিয়াস।
No comments:
Post a Comment