বিশ্বের প্রথম মহিলা
* প্রথম মহিলা নোবেল বিজয়ী- মাদাম কুরি , পদার্থ (১৯০৩)
* শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মহিলা- বাথাভন সুটনার (১৯০৫)
* শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মুসলিম মহিলা- শিরিন এবাদী (২০০৩)
* যুক্তরাজ্যের প্রথম মহিলা মেয়র- এলিজাবেথ গেরেট এন্ডারসন
* বিশ্বের প্রথম লাইসেন্স প্রাপ্ত মহিলা পাইলট - হ্যারিয়েট কইম্বি (১৯১১)
* যুক্তরাষ্ট্রে প্রথম মহিলা কংগ্রেস প্রতিনিধি- জেনেট র্যাঙ্কিন (১৯১৬)
* যুক্তরাজ্যের প্রথম মহিলা মন্ত্রী-ক্যাথরিন এ্যাথন (১৯২৩)
* যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা সিনেটর সদস্য- হ্যাটি ক্যারাওয়ে (১৯৩১)
* বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রদূত- আলেজান্দ্রা কোলেনটাই (১৯৪৩/০
* বিশ্বের প্রথম মহিলা পাইলট- এ্যালান শেফার্ড
* জাতিসংঘের প্রথম মহিলা সভাপতি - বিজয় লক্ষী পন্ডিত (১৯৫৩)
* বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী -শীমাভো বন্দরনায়েক (১৯৬০) শ্রীলংকা
* বিশ্বের প্রথম মহিলা মহাশূন্য যাত্রী -ভেলেন্তিনা তেরেসকোভা (১৯৬৩)
* ইসরাইলের প্রথম মহিলা প্রধানমন্ত্রী- গোল্ডা মেয়ার (১৯৬৪)
* যুক্তরাজ্যের প্রথম মহিলা বিচারক- এলিজাবেথ লেন (১৯৬৫)
* ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী- মার্গারেট থ্যাচার (১৯৭৯)
* যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী- মেডেলিন অলব্রাইট
* ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী - ইন্দিরা গান্ধী
* বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী- বেগম খালেদা জিয়া
* বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট- ইসাবেলা পেরন (১৯৭০-৭৭) আর্জেন্টিনা
*মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট - মেঘবর্তী সুকর্ণ পুত্রী (ইন্দোনেশিয়া)
* ভারতের প্রথম মহিলা প্রেসিডেন্ট -প্রতিভা পাতিল
* যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা স্পিকার- ন্যান্সি পেলোসি
* সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম মহিলা- সেলমা লেগারলফ (১৯০৯)
* আন্তর্জাতিক আদালতের প্রথম মহিলা বিচারক- রোজালিন হিগিন্স (যুক্তরাষ্ট্র)
* জতিসংঘের প্রথম মহিলা ন্যায়পাল - প্যাট্রিসিয়া
* প্রথম এভারেস্ট বিজয়ী মহিলা- জুনকো তাবেই (জাপান)
No comments:
Post a Comment