Oct 13, 2015

Shortcut Trick to remember 3 Famous Writers Poetry

http://examsupdate.blogspot.com/2015/10/shortcut-trick-to-remember-3-famous.html


৩জন বিখ্যাত লেখকের কাব্যগ্রন্থ মনে রাখার শর্টকাট টেকিনিক

★রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ মনে রাখার সহজ উপায়:
"ভানুসিংহের" "গীতাঞ্জলি" কাব্যের "শেষ লেখায়" "মহুয়ার" বান্ধবী "চিত্রার" "নবজাতক"
সন্তান"পূরবীর"জন্ম দিনের" "প্রভাত সংগীত" ও "সন্ধ্যা সংগীতের" কথা আছে। অন্যদিকে "শ্যামলী" (যে ভাবে) "খেয়া" পার হয়ে "কড়ি ও কোমলের" বিনিময়ে "বনফুল"থেকে "সোনার তরী" বোঝাই করে মিষ্টি এনে "সানাই" বাজিয়ে সবাইকে "উৎসর্গ" করে খাওয়ালো সে কথাও বাদ যায় নি।
অথবা,
রবীন্দ্রনাথ ঠাকুরের(২১টি) কাব্যগ্রন্থগুলো মনে রাখার সহজ কৌশলঃ-
(ছন্দ মনে রাখার দরকার নাই; ঘটনাটি
মনে রাখুন।)
[ "ভানুসিংহ ঠাকুর" "সানাই" হাতে "চিত্রা" নদী পার হতে "খেয়া" নামক "সোনার তরীতে "উঠে!ওই সময় "ক্ষনিকা", "শ্যামলী", "মহুয়া"ও "মানসী"নৌকাতে ছিলো মহুয়াকে দেখে রবি'ঠাকুর প্রেমে পড়েযান! "নৈবেদ্য"তিনি মহুয়ার "জন্মদিন!" জানলেন" জন্মদিনে "বনফুল" "কড়ি ও কোমল" "বলাকার" কাছে পাঠিয়ে দেন! বলাকা তখন "কল্পনার" মধ্যে "গীতাঞ্জলী"কাব্য পড়ছিলো! মহুয়া "পত্রপুটের" "ছড়ার ছবি" "সন্ধ্যার সঙ্গীতের"মত গাইতে থাকেলেন!কবির এ "শেষ লেখা" তার জীবনের "কবি কাহিনী!"]
★এবার একবার চোখ বুলিয়ে নিন:
* ভানুসিংহ ঠাকুর"
* সানাই
* চিত্রা
* খেয়া
* সোনার তরী
* ক্ষনিকা
* শ্যামলী
* মহুয়া
* মানসী
* নৈবেদ্য
* জন্মদিন
* বনফুল
* কড়ি ও কোমল
* বলাকা
* কল্পনা
* গীতাঞ্জলী
* পত্রপুটের
* ছড়ার ছবি
* সন্ধ্যার সঙ্গীতের
* শেষ লেখা
* কবি কাহিনী
★ জসীম উদ্দীনের কাব্যগ্রন্থসমূহের নাম:
["রাখালী"দের 'বালুচরে"র "ধানক্ষেতে" মা জননী 'হাসু"কে নিয়ে "সুচয়নী" "জলের লেখায়" "সজন বাদিয়ার ঘাটে" "হলুদবরণ" "নকশিকাথা" বিছিয়ে গল্প করছেন।]"
★এবার একবার চোখ বুলিয়ে নিন:
১ ) রাখালী
২ ) বালুর চর
৩ ) ধানক্ষেত
৪ ) মা যে জননী কাঁন্দে
৫ ) হাসু
৬ ) সুচয়নী
৭ ) জলের লেখায়
৮ ) সজন বাদিয়ার ঘাট
৯ ) হলুদবরণ
১০ ) নকশি কাঁথা
★ জসিমউদ্দিনের নাটক গুলোঃ
["পদ্মাপাড়ে"র 'বেদের মেয়ে" "মধুমালা"র সাথে অন্য "গ্রামের মেয়ে" এক "পল্লীবধূ"র বন্ধুত্ব সবার মুখে মুখে]
★এবার একবার চোখ বুলিয়ে নিন:
*পদ্মাপাড়
*বেদের মেয়ে
*মধুমালা
*গ্রামের মেয়ে
*পল্লীবধূ
★ টেকনিকের মাধ্যমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে শিখিঃ
["বিলাসী"র "মেজদিদি" "বিন্দুর দুই ছেলে" "মহেশ" ও "পরেশ" আর এক মেয়ে "সতী" , "মন্দিরে"র "ছবি" নিয়ে 'মামলার ফলে" তারা আজ নিঃশ্ব।]
★এবার একবার চোখ বুলিয়ে নিন:
*বিলাসী
*মেজদিদি
*বিন্দুর ছেলে
*মহেশ
*পরেশ
*সতী
*মন্দির
*ছবি
*মামলার ফল
★ শরৎচন্দ্রের(১৮টি) উপন্যাসগুলি টেকনীকের মাধ্যমে পড়ার উপায়-
["গৃহদাহ' 'পল্লীসমাজে' 'বড়দিদি' 'মেজদিদিকে' নিয়ে বসবাস করে।সেখানে 'চরিত্রহীন' চন্দ্রনাথ'ও ছিল।'দেবদাস' ও 'বিপ্রদাসে'র মধ্যে কিছু' দেনাপাওনা' ছিল।'শেষের পরিচয়' ঘটল 'শ্রীকান্ত' ও 'শুভদার' সাথে। 'পথের দাবী' তুলে তারা 'শেষপ্রশ্ন' করল। 'নববিধানে' নিষ্কৃতি মিলল। 'দত্তা' 'বৈকুন্ঠের'উইল' করিয়া 'বিরাজ বৌ' কে 'পরিণীতা' হিসেবে গ্রহণ করবে।"]
★এবার একবার চোখ বুলিয়ে নিন:
১) গৃহদাহ
২) পল্লীসমাজ
৩) মেজদিদি
৪) চরিত্রহীন
৫) চন্দ্রনাথ
৬) দেবদাস
৭) বিপ্রদাস
৮) দেনাপাওনা
৯) শেষের পরিচয়
১০ ) শ্রীকান্ত
১১ ) শুভদা
১২ ) পথের দাবী
১৩ ) শেষপ্রশ্ন
১৪ ) নববিধানে
১৫ ) দত্তা
১৬ ) বৈকুন্ঠের উইল
১৭ ) বিরাজ বৌ
১৮ ) পরিণীতা

No comments:

Post a Comment