Dec 18, 2015

Gk IN BENGALI

General Knowledge Q & A:
-
Q: কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?
A: ৭৬ বছর।
Q: জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
A: পানি সেচ।
Q: নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
A: পরামাণু শক্তি।
Q: স্টিফেন হকিন্স বিশ্বের একজন অতিশয় বিখ্যাত-
A: পদার্থবিদ।
Q: রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়?
A: গামা রশ্মি।
Q: আ্যলুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?
A: ফিটকিরি।
Q: সুনামির (Tsumami)কারণ হলো-
A: সমুদ্র তলদেশের ভূমিকম্প।
Q: .কম্পিউটার এর স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?
A: ROM.
Q: সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লী তৈরি করা হয়েছে কোন রাষ্ট্রে?
A: জাপান।
Q: গ্রীন হাউজে গাছ লাগানো হয় কেন?
A: অত্যাধিক ঠাণ্ডা থেকে রক্ষার জন্য।

No comments:

Post a Comment