১. ‘শেষ প্রশ্ন’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
কোন জাতীয় রচনা?
- উপন্যাস।
২. ‘সোনালী কাবিন’-এর রচয়িতা কে?
- আল মাহমুদ।
৩. ‘আকাশ কুসুম’ বাগধারাটির অর্থ হলো
- অলীক কল্পনা।
৪. পর্বত এর সমার্থক শব্দ
- অদ্রি, অচল, গিরি, পাহাড়, ভূধর,
শৈল।
৫. ‘দুধের মাছি’ প্রবাদটির অর্থ
- সুসময়ের বন্ধু।
৬. আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য
- মেঘনাদবধ।
৭. সুকান্ত ভট্টাচার্যের কবিতার প্রধান বিষয়
- অনাচার ও বৈষম্যের প্রতিবাদ
৮. রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কাব্যগ্রন্থ রচনা
করেন
- ১৮৮০ সালে।
৯. ‘দিনের’ বিশেষণ
- দৈনিক।
১০. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার
নাম
- আঙুর।
১১. ‘উকিল’ শব্দটি যে ভাষা থেকে এসেছে?
- আরবী।
১২. বারকোশ শব্দের অর্থ
- থালা বিশেষ।
১৩. ‘যদ্যপি’ অব্যয়ের চলিত রূপ
- যদি।
১৪. যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য ও বিধেয়
থাকে, তাকে বলে
- সরল বাক্য।
১৫. যে বর্ণটিকে নিলীন বর্ণ বলে
- অ।
১৬. রক্তকরবী কে রচনা করেন?
এটি কোন ধরনের রচনা?
- রবীন্দ্রনাথ ঠাকুর, এটি প্রতীকধর্মী নাটক।
১৭. ‘বৃত্তসংহার’ মহাকাব্যের রচয়িতা কে?
- হেমচন্দ্র বন্দোপাধ্যায়।
১৮. লোক সাহিত্য বলতে কি বুঝায়?
- ছড়া, গান, ধাঁধা, প্রবাদ প্রবচন।
১৯. যার অভাবে চিঠিপত্র ডেডলেটার বলে
চিহ্নিত হয়
- পূর্ণ ও স্পষ্ট ঠিকানা।
২০. ব্রজবুলি হচ্ছে
- মৈথিলি ভাষার একটি উপভাষা।
২১. ‘তোমার দেখা পেলাম না’ তোমার-এর
কারক ও বিভক্তি
- কর্মে ৬ষ্ঠী।
২২. ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা
- কৃষ্ণকান্তের উইল
২৩. ‘সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি’
কোন শ্রেণির বাক্য
- যৌগিক বাক্য।
২৪. ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’
পঙ্ক্তিটির রচয়িতা
- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।
২৫. কেরি সাহেবের মুন্সি হিসেবে বিশেষ
পরিচিতি পান কে?
- রামরাম বসু।
২৬. চর্যাপদের ভাষার নাম কি?
- সান্ধ্যভাষা।
২৭. ‘জীবে প্রেম করে যেইজন সেইজন
সেবিছে ঈশ্বর’ পঙ্ক্তিটির রচয়িতা
- স্বামী বিবেকানন্দ।
২৮. কবর কবিতাটি কোন ছন্দে রচিত?
- মাত্রাবৃত্ত।
২৯. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার
রচিত নাটকের নাম
- বসন্তকুমারী।
৩০. ‘আবাহন’ এর বিপরীত শব্দ
- বিসর্জন।
৩১. জলে ডাঙায় যে ধরনের রচনা?
- ভ্রমণকাহিনী।
৩২. ‘সাপের খোলস’-এর এক কথায় প্রকাশ
- নির্মোক।
৩৩. যে পত্র আসলে পত্র নয়
- মানপত্র।
৩৪. নিষ্কৃতি উপন্যাসটি লিখেছেন
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৩৫. বাংলা সাহিত্যে আধুনিকতার জনক
- মাইকেল মধুসূদন দত্ত।
৩৬. প্রচুর শব্দের বিশেষ্য পদ
- প্রাচুর্য।
৩৭. ‘ভেস্তে নসিব করিও সকল মৃত্যু ব্যথিত
প্রাণ’ এ লাইনটির কবিতার নাম
- কবর।
৩৮. ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন, এ
বাক্যে শতধিক যে পদ
- অব্যয়ের বিশেষণ।
৩৯. বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি
- ৭টি।
৪০. ‘অভিমত’ শব্দটি যেভাবে গঠিত
- উপসর্গযোগে।
৪১. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি
বাক্যের অবতারণা হলে কি ব্যবহৃত হয়
- কোলন।
৪২. ‘রাজা উজির মারা’ বাগধারাটির অর্থ
কি?
- আড়ম্বরপূর্ণ গালগল্প।
৪৩.‘আবে হায়াত’ গ্রন্থটির রচয়িতা কে?
- আবুল মনসুর আহমদ।
৪৪. লৌকিক ছন্দ কাকে বলে?
- স্বরবৃত্তকে।
৪৫. ‘হনন করার ইচ্ছা’ বাক্যাংশটির সংকুচিত
রূপ কি?
- জিঘাংসা।
৪৬. সমাচার দর্পণ পত্রিকাটির সম্পাদক কে?
- জন ক্লার্ক মার্শম্যান।
৪৭. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
- এন বি, হেলহেড।
৪৮. পরার্থপরতার অর্থনীতি বইটি লিখেছেন
- আকবর আলী খান।
৪৯. নীল যে আকাশ = নীল আকাশ কোন
সমাস?
- কর্মধারায় সমাস।
৫০. ‘হনন করার ইচ্ছা’ এক কথায় কি হবে?
- জিঘাংসা।
No comments:
Post a Comment