Sep 28, 2015

Excelent Science in Bengali


★"বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর"★
~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~
[০১] মানব দেহে খনিজ লবণ থাকে-
→ শতকরা ৪%।
[০২] যে প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে-
→ কচ্ছপ।
[০৩] পূর্ণ বয়স্ক মানুষের নাড়ীর স্পন্দন প্রতি
মিনিটে প্রায়-
→৭২ বার।
[০৪] মানুষের মস্তিস্কের ওজন-
→ ১.৩৬ কেজি।
[০৫] মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য-
→ ১৮ ইঞ্চি।
[০৬] ফুল ফোটায় যে হরমোন-
→ফ্লোরিজেন।
[০৭] বায়ুমন্ডলে কার্বন ড্রাই অক্সাইডের
পরিমাণ-
→ ২৫ শতাংশের বেশি হলে কোন প্রাণী বাঁচতে
পারবে না।
[০৮] একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহে রক্ত
থাকে-
→ ৫-৬ লিটার।
[০৯] সব গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে-
→ গ্রুপ AB।
[১০] আর সব গ্রুপকে রক্ত দান করতে পারে-
→ ব্লাড গ্রুপ O.
[১১] মানব দেহে প্রতি সেকেন্ডে-
→ ২০ লক্ষ লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয়।
[১২] একটি লোহিত রক্ত কণিকার গড় আয়ু-
→ ৪ মাস/১২০ দিন।

No comments:

Post a Comment