বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়
আসে এমন ৫০টি কমনউপযোগী
গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর জানুন
=====================১. চীনের কোন প্রদেশটি মুসলিম
অধ্যুষিত?
উত্তরঃ জিংজিয়াং।
২. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে -
উত্তরঃ প্লাটেলেট বা অণুচক্রিকা।
৩. আমেরিকায় গৃহযুদ্ধ হয়েছিল কোন
প্রেসিডেন্টের আমলে?
উত্তরঃ আব্রাহাম লিংকন।
৪. কোন প্রণালী ভূমধ্যসাগর ও কৃষ্ণ
সাগরকে যুক্ত করেছে?
উত্তরঃ বসফোরাস প্রণালী।
৫. OIC এর বর্তমান মহাসচিব কে?
উত্তরঃ আইয়াদ বিন আমীন মাদানী,
সৌদি আরব।
৬. 'গৌরচন্দ্রিকা' - এর অর্থ কি?
উত্তরঃ ভূমিকা।
৭. হে সিন্ধু! বন্ধু মোর-মজিনু তব রূপে।
এটা কোন ধরনের বাক্য?
উত্তরঃ বিস্ময়সূচক বাক্য।
৮. বজ্রে তোমার বাজে বাঁশী - কোন
কারকে কোন বিভক্তি?
উত্তরঃ অপাদানে ৭মী।
৯. সমাসবদ্ধ পদকে কি বলে?
উত্তরঃ সমস্ত পদ।
১০. পথে ও প্রান্তরে = পথে-প্রান্তরে
...এটি কোন সমাস?
উত্তরঃ দ্বন্দ্ব সমাস।
১১. বাংলা ভাষার জন্ম কোন ভাষা
থেকে?
উত্তরঃ মাগধী প্রাকৃত থেকে।
১২. ক্রিকেটের টাই ব্রেকিং পদ্ধতি
কি?
উত্তরঃ বোল আউট।
[ক্রিকেটের টাই ব্রেকিং পদ্ধতি
হলো বোল আউট। টি-টুয়েন্টি ক্রিকেট
খেলায় যখন দু'দলের খেলার ফলাফল
অমীমাংসিত হয় তখন সুপার ওভার
নামে এক ওভার খেলা হয় দু'দলের মধ্যে।
এ খেলায় একজন বোলার উইকেটে এক
ওভার বল করে ব্যাটসম্যান ছাড়া।
দু'দলের মধ্যে যে বোলার সর্বোচ্চ
সংখ্যক উইকেটে আঘাত হানতে পারে
সে বোলারের দলকে জয়ী ঘোষণা
করা হয়। তবে বর্তমানে ক্রিকেটে এই
পদ্ধতি বাতিল করা হয়েছে।]
১৩. 'সংগ্রাম' চিত্রকর্মের শিল্পী কে?
উত্তরঃ জয়নুল আবেদীন।
১৪. জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক
খন্ডবাক্যের পর বসে কোনটি?
উত্তরঃ কমা।
১৫. কানকাটা, চালবাজ, দিগগজ ও
বেআক্কেল শব্দগুলোর মধ্যে কোনটিতে
বিদেশী প্রত্যয়ের প্রয়োগ ঘটেছে?
উত্তরঃ চালবাজ।
১৬. পাঠক, লেখক, জলদ ও সন্দেশ শব্দগুলোর
মধ্যে যোগরূঢ় শব্দ কোনটি?
উত্তরঃ জলদ।
১৭. 'কুঁড়ি' শব্দটি এসেছে -
উত্তরঃ 'কোরক' থেকে।
১৮. 'প্রতীক্ষা' শব্দটির বিশুদ্ধ উচ্চারণ
কী হবে?
উত্তরঃ প্রোতিক্খা।
১৯. She burst into tears - বাক্যটির যথাযথ
বঙ্গানুবাদ কী হবে?
উত্তরঃ সে কান্নায় ভেঙে পড়ল।
২০. 'ফলাহার' থেকে 'ফলার' শব্দ হওয়ার
কারণ কী?
উত্তরঃ বর্ণলোপ।
২১.প্রভাকর, সুধাকর, ক্ষণপ্রভা, দ্রুম
শব্দগুলো হতে 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ
কোনটি?
উত্তরঃ ক্ষণপ্রভা।
২২. "অত্যাধিক, ব্যাতিক্রম"; "সখ্যতা,
মৌন"; "লাবণ্য, পন্য"; "ঘনিষ্ঠ, তিরস্কার"
শব্দগুচ্ছ হতে কোনটি শুদ্ধ?
উত্তরঃ ঘনিষ্ঠ, তিরস্কার।
২৩. 'কান পাতলা' বাগধারাটির অর্থ
কী?
উত্তরঃ বিশ্বাসপ্রবণ।
২৪. 'ফোঁড়ন' শব্দটি গঠিত হয়েছে -
উত্তরঃ প্রত্যয়যোগে।
২৫. একত্র, ফলশ্রুতি, অধীনস্থ ও নির্ভর
শব্দগুলো হতে কোন শব্দে অপপ্রয়োগ
ঘটেছে?
উত্তরঃ অধীনস্থ [এটি হবে -অধীন]।
২৬. বাংলা ভাষায় ওষ্ঠ্যব্যঞ্জন ধ্বনির
সংখ্যা কত?
উত্তরঃ ৫টি [ফ, প, ব, ভ, ম]।
২৭. 'Archetype' - শব্দের অর্থ -
উত্তরঃ আদিরূপ।
২৮. গামছা, মশারি, লুঙ্গি ও চাদর
শব্দগুলোর মধ্যে কোনটি মধ্যস্বরলোপ
ঘটেছে?
উত্তরঃ গামছা।
২৯. ফুফা, কলিজা, বিবি ও কানুন -
এগুলোর মধ্যে কোনটি হিন্দি শব্দ?
উত্তরঃ ফুফা।
৩০. বই-টই, আয়-ব্যয়, ঝম্ ঝম্ , ঠা ঠা -
এগুলোর মধ্যে কোনটি যুগ্মরীতি
দ্বিরুক্ত শব্দ?
উত্তরঃ বই-টই।
৩১. প্রাচীন বাংলার জনপদ ও
অর্থনীতির পরিচয় প্রথম কার কোন
গ্রন্থে গুরুত্বসহ উল্লেখ করা হয়?
উত্তরঃ নীহাররঞ্জন রায়ের
'বাঙালীর ইতিহাস' গ্রন্থে।
৩২. 'সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন'
- এখানে 'আপে' অর্থ কী?
উত্তরঃ স্বয়ং।
৩৩. 'ম' বর্ণ উচ্চরিত হয় -
উত্তরঃ ওষ্ঠ থেকে।
৩৪. 'শুদ্ধোদন' শব্দের সন্ধিবিচ্ছেদ
কোনটি?
উত্তরঃ শুদ্ধ + ওদন।
৩৫. শুধানো, পুছা, জবাব ও জেরা
শব্দগুলোর মধ্যে কোনটি 'জিজ্ঞাসার'
সমার্থক শব্দ নয়?
উত্তরঃ জবাব।
৩৬. 'একটু' শব্দের 'টু' কী?
উত্তরঃ পদাশ্রিত নির্দেশক।
৩৭. উপর্যুক্ত, মিথস্ক্রিয়া, ধসপ্রাপ্ত,
একত্রিত - শব্দগুলোর মধ্যে কোনটি
অপপ্রয়োগের দৃষ্টান্ত?
উত্তরঃ একত্রিত।
৩৮. তোরাবোরা পাহাড়টি কোথায়
অবস্থিত?
উত্তরঃ আফগানিস্তানে।
৩৯. বাংলা 'ধীর' শব্দটির বিশেষ্য কী?
উত্তরঃ ধীরতা।
৪০. 'সপ্তসুরে' কথাটি বলতে কী বুঝায়?
উত্তরঃ চড়া সুর।
৪১. 'বিদায় অভিশাপ' কবিতাটি কার
লেখা?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের।
৪২. পূজারিণী কবিতাটির লেখক কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
৪৩. 'পঞ্চাশের মন্বন্তর' হয়েছিল
ইংরেজি কত সালে?
উত্তরঃ ১৯৪৩ সালে।
৪৪. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে
সম্পাদিত হয়?
উত্তরঃ ২ ডিসেম্বর ১৯৯৭ সালে।
৪৫. সার্ক ফোয়ারার ভাস্করের স্থপতি
কে?
উত্তরঃ নিতুন কুন্ডু।
৪৬. নওগাঁ জেলা কোন বিভাগে
অবস্থিত?
উত্তরঃ রাজশাহী।
৪৭. 'চা' এর আদিবাস কোথায়?
উত্তরঃ চীন।
৪৮. কাগজ, কলম, পেন্সিল এগুলো কোন
শব্দের মধ্যে পড়ে?
উত্তরঃ বিদেশী।
৪৯. যে বিষয়ে কোন বিতর্ক নেই'
তাকে কি বলে?
উত্তরঃ অবিসংবাদী।
৫০. যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে'
তাকে কি বলে?
উত্তরঃ অবিমৃষ্যকারী।
No comments:
Post a Comment