Sep 27, 2015

Shortcut for Percentage in Bengali


শতকরা হিসাবঃ
----------------------
ShortCut 1: হ্রাস বৃদ্ধি / পরিবর্তনঃ
----------------------------------------------
ShortCut: {(১০০+বৃদ্ধি)*(১০০-হ্রাস)/১০০}
.
@কোন কর্মচারির বেতন ১০% বৃদ্ধি পেল
এবং
১০% কমে গেল । শতকরা কি পরিবর্তন
হলো? (
১০০+১০)*(১০০-১০)/১০০
=(১১০*৯০)/১০০
= ৯৯% = ১ % হ্রাস
@ কোন আয়তক্ষেত্রর দৈর্ঘ্য ২০% বৃদ্ধি
পেল এবং
প্রস্থ ১০% কমে গেল । ক্ষেত্রফলের
শতকরা কি
পরিবর্তন হলো?
(১০০+২০)*(১০০-১০)/১০০
=(১২০*৯০)/১০০
= ১০৮% = ৮ % বৃদ্ধি
---------------------------
ShortCut ২: পরিবারের/চিনির/যে
কোনো খরচ
(অপরিবর্তিত চাইলে)
ShortCut: {(কম অথবা বেশি*১০০)/১০০ +- কম
অথবা বেশি}
.
@চিনির দাম ১০% বৃদ্ধি পেল ।চিনির
ব্যবহার কি
পরিমান কমালে পূর্বের খরচ
অপরিবর্তিত থাকবে?
(১০*১০০)/১১০
= ৯ সমস্ত ১১ এর ১%
.
@চিনির দাম ২০% কমে গেল ।চিনির
ব্যবহার কি
পরিমান বাড়ালে পূর্বের খরচ
অপরিবর্তিত থাকবে?
(২০*১০০)/১২০
= ২৫%
মনে রাখুন এইধরণের অংকের ক্ষেত্রে
২০% থাকলে
২৫% আর ২৫% থাকলে ২০% হয়।

No comments:

Post a Comment