Sep 28, 2015

Shortcut of Work and Time in Bengali




SOME IMPORTANT FORMULA OF WORK & TIME


১. A , B ,C একটি কাজ যথাক্রমে a ,b ,c দিনে করে। A ,B ,C একত্রে কাজটি করবে = abc / ab + bc + ca
যেমন : রিয়া , সুমি ,উমা একটি কাজ ২০,১২,১৫ দিনে করতে পারে। তবে তারা একত্রে কাজটি কতদিনে করবে ?
= abc / ab + bc + ca = ৩৬০০ / ৭২০ = ৫ দিন
২. A এবং B একত্রে একটি কাজ a দিনে করতে পারে এবং B একা কাজটি b দিনে করে , তবে A একা কাজটি
করে = ab / b - a .
যেমন : A এবং B একটি কাজ ৬ দিনে করতে পারে। B একা সেই কাজটি ১০ দিনে করতে পারে তবে A একা
কাজটি কতদিনে করবে ?
= ab / b - a = ৬ * ১০ / ১০ - ৬ = ১৫ দিন
৩. একটি খাদ্যভান্ডারে M জনের D দিনের খাদ্য মজুত ছিল। যদি d দিন পরে m জন অন্যত্র চলে যায় , তবে
অবশিষ্ট খাদ্য চলবে (D - d / M - m) * M
যেমন : একটি খাদ্য ভান্ডারে ৪৮০ জনের ৭১ দিনের খাদ্য মজুত ছিল। যদি ৭১ দিন পর ২৭০ জন অন্যত্র চলে
যায় , তবে বাকি খাদ্য কতদিন চলবে ?
= (৭৮ - ৭১ / ৪৮০ - ২৭০ ) * ৪৮০ = ১৬ দিন
৪. A , B একত্রে একটি কাজ x দিনে করতে পারে। B ,C একত্রে একটি কাজটি y দিনে করে এবং C , A কাজটি z দিনে করে। A ,B ,C একত্রে করবে = ২xyz / xy + yz + zx .
যেমন : A , B একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। B ,C একত্রে কাজটি ১৫ দিনে করে এবং C ,A কাজটি ২০ দিনে করে। A ,B ,C একত্রে কাজটি কতদিনে করবে।?
= ২*১২*১৫*২০ / ১২*১৫ + ১৫*২০ + ২০*১২ = ১০ দিনে।

No comments:

Post a Comment