Sep 28, 2015

Shortcut Tricks of Profit and Loss in Bengali



  SOME IMPORTANT FORMULA OF PROFIT & LOSS

১. এক ব্যক্তি ৪৫০ টাকায় একটি চেয়ার কিনে সেটি ৫৫০ টাকায় বিক্রয় করে , তার শতকরা লাভ কত ?
সূত্র : শতকরা লাভ = ( বিক্রয় - ক্রয় বা লাভ / ক্রয় ) * ১০০
= ( ৫৫০ - ৪৫০ / ৪৫০ ) * ১০০ = ২৭ পূর্ণ ৭/৯ %
২. একজন অসাধু ব্যবসায়ী ক্র্য়্মুল্যেই চাল বিক্রি করে। কিন্তু বিক্রি করার সময় সে ১ কেজির পরিবর্তে ৯০০ গ্রাম
দেয়। শতকরা লাভ কত ?
সূত্র : (প্রকৃত ওজন - ত্রুটিপূর্ণ ওজন / ত্রুটিপূর্ণ ওজন ) * ১০০ %
= ( ১০০০ - ৯০০ / ৯০০ ) * ১০০ % = ১১ পূর্ণ ১ / ৯ %
৩. যদি m টি দ্রব্যের ক্র্য়্মুল্য n টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান হয় তবে শতকরা লাভ = ( m - n / n ) * ১০০
যেমন : ১০ টি লেবুর ক্র্য়্মুল্য ৯ টি লেবুর বিক্রয়মূল্যের সমান। তবে শতকরা লাভের পরিমান কত ?
= ( ১০ - ৯ / ৯ ) * ১০০ % = ১১ পূর্ণ ১ / ৯ %
৪. কোনো ব্যক্তি m% লাভ করে কোন দ্রব্য বিক্রয় করে আরও A টাকা বেশী মূল্যে দ্রব্যটি বিক্রয় করলে n%
লাভ হত। দ্রব্যটির ক্র্য়্মুল্য = ১০০A / n - m .
যেমন : এক ব্যক্তি ৭% লাভে একটি দ্রব্য বিক্রয় করে। আরও ৩৬ টাকা বেশী মূল্যে দ্রব্যটি বিক্রয় করলে ১৩%
লাভ হত। দ্রব্যটির ক্র্য়্মুল্য কত ?
= ৩৬ * ১০০ / ১৩ - ৭ = ৬০০

No comments:

Post a Comment