Oct 16, 2015

Shortcut Trick of Profit and Loss in Bengali


http://examsupdate.blogspot.com/2015/10/shortcut-trick-of-profit-and-loss-in.html

★ অধ্যায়___________লাভ__ক্ষতি

- ----------------------------------------------
★ ক্রয়মূল্যের_________ক্ষেত্রে -
১. ক্ষতিতে বিক্রিত পণ্যের ক্রয়মূল্যের ক্ষেত্রে-
ক্রয়মূল্য=(১০০* যত টাকা বেশি বিক্রয়)÷( ক্ষতির শতকরা হার + লাভের শতকরা হার)
যেমন-
★প্রশ্নঃএকটি ভেড়া ১০% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হত। ভেড়াটির ক্রয়মূল্য কত?
★শর্টটেকনিক:
ক্রয়মূল্য=(১০০* যত টাকা বেশি বিক্রয়)÷( ক্ষতির শতকরা হার + লাভের শতকরা হার)
=৪৫*১০০÷(১০+৫)
=৩০০ টাকা
__________________________
২. লাভে বিক্রিত পন্যের ক্রয়মূল্যের ক্ষেত্রে-
ক্রয়মূল্য=(১০০* বিক্রয়মূল্য)÷(১০০+ লাভের শতকরা হার)
যেমন -
★প্রশ্নঃএকটি পুতুল ২৫% লাভে ৩৭৫ টাকা বিক্রয় করা হল। পুতুলটির ক্রয়মূল্য কত ছিল?
★শর্টটেকনিক:
ক্রয়মূল্য=(১০০* বিক্রয়মূল্য)÷(১০০+ লাভের শতকরা হার)
.
=(১০০*৩৭৫)÷(১০০+২৫)
=৩০০ টাকা
______________________________
৩. লাভে বিক্রিত পণ্যের বিক্রয়মূল্যের ক্ষেত্রে-
বিক্রয়মূল্য={মোটলাভ*(১০০+ লাভের হার)}÷লাভের হার
যেমন -
★প্রশ্নঃএকটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয়মূল্যের ৩৫% লাভ করেন। মোট ২৮০ টাকা লাভ হলে জিনিসটির বিক্রয়মূল্য কত?
শর্টটেকনিক:
বিক্রয়মূল্য={মোটলাভ*(১০০+ লাভের হার)}÷লাভের হার
.
={২৮০(১০০+৩৫)}÷৩৫
=১০৮০ টাকা
_____________________________
৪.সংখ্যাযুক্ত পন্যের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে-
শতকরা লাভ= { (নির্দিষ্ট মূল্যের ক্রয়কৃত সংখ্যা- নির্দিষ্ট মূল্যের বিক্রিত সংখ্যা)÷ নির্দিষ্ট মূল্যে বিক্রিত সংখ্যা}*১০০
যেমন-
★প্রশ্নঃটাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ-
★শর্টটেকনিক:
শতকরা লাভ= {( নির্দিষ্ট মূল্যের ক্রয়কৃত সংখ্যা- নির্দিষ্ট মূল্যের বিক্রিত সংখ্যা)÷ নির্দিষ্ট মূল্যে বিক্রিত সংখ্যা}*১০০.
= {(৩-২)÷২}*১০০
=৫০%

No comments:

Post a Comment