Oct 17, 2015

Important Notes about Geometry in Bengali

http://examsupdate.blogspot.com/2015/10/important-notes-about-geometry-in.html

জ্যামিতি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ন তথ্য::

.
১) একটি পঞ্চভুজের অন্ত:স্থ কোণগুলোর সমষ্টি -- ৬ সমকোণ
একটি সুষম ষড়ভুজের অন্ত:স্থ কোণগুলোর সমষ্টি --
৭২০ ডিগ্রি
৩) বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় -- ৯গুন
৪) কোন ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখন্ড যে বিন্দুতে ছেদ করে তাকে বলে -- অন্ত:স্থ কেন্দ্র
৫) স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ-- --৯০ ডিগ্রী।
৬) তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের বলে -- সদৃশ ত্রিভুজ
৭) ত্রিভুজের যে কোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি -- দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর
৮) কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলি সমান হলে, ত্রিভুজটি -- সমদ্বিবাহু
৯) ২৫৩ ডিগ্রি কোণকে কী কোণ বলে ? -- প্রবৃদ্ধ কোণ
১০) একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দু,টি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি -- ১৮০ ডিগ্রি।
১১) জ্যা' শব্দের অর্থ -- ভূমি।
১২) দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির বলে -- সম্পূরক কোণ।
১৩) একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি হবে -- দুই সমকোণ (১৮০°)।
১৪) <A ও <B পরস্পর সম্পূরক কোণ ৷ <A=115° হলে <B=কত? -- 65°।
১৫) দুটি পূরক কোণের সমষ্টি কত? -- ৯০°।
১৬) সম্পূরক কোণের মান কত? –- ১৮০°।
১৭) কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি -- ৩৬০ ডিগ্রী।
১৮) সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩, ৪ সেমি হলে, অতিভুজের মান কত? -- ৫ সে.মি।
১৯) সামন্তরিকের বিপরীত কোণের অর্ন্তদ্বি খন্ডকদ্বয় --পরস্পর সমান্তরাল।
২০) একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে , বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত? -- ৪:১।
২১) রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিকন্ডিত করলে তাদের অন্তর্ভুক্ত কোণ -- ৯০ ডিগ্রী।

No comments:

Post a Comment